ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বৈঠক শেষে ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১২, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে কীভাবে দেখতে চায় সে বিষয়ে জানতে চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। আমরা তাদের আমাদের দলীয় অবস্থান জানিয়েছি। বিশেষ করে ট্রাইব্যুনালের বিচারের বিষয়ে স্বচ্ছতার কথা বলেছি। একই সঙ্গে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করা যায় কি না? প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠ‍ু নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রত্যাশার কথা জানিয়েছি।

তিনি আরও বলেন, আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে মতবিনিময় করেছি। তারা বাংলাদেশে ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে আগামীতে এখানকার গণতন্ত্র, মানবাধিকার ও একটি সুষ্ঠু নির্বাচনসহ অন্যান্য ইস্যুতে মতবিনিময় হয়েছে।

বৈঠকে অংশগ্রহণ করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

৭১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।