সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের ১ ও ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনের দেশজুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে এক দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ১৭ই আগষ্ট রাত সাড়ে নয়টায় কলারতল পয়েন্টে আয়োজিত এক সভায় সেচ্ছাসেবক দল নেতা শিপলু আহমদ ও নাজির আহমদের পরিচালনায় ৩নং খাদিম নগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ দেলোয়ার হোসেন দিলু ও মোঃ সিরাজুল ইসলাম এবং জেলা যুবদল নেতা হাজী মোঃ জুনেদ আহমদ, এসময় বক্তারা আন্দোলনে নৃশংসভাবে হত্যার স্মৃতিচারণ করে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থ্যতা করে বলেন বিগত ১৭ বছরের জেল জুলুম ও নির্মম অত্যাচার সহ্যকরা নেতৃবৃন্দদের নিয়ে সদর উপজেলা বিএনপি একতাবদ্ধ হওয়ার আহ্বানও জানান। বক্তারা বলেন এ সফলতায় গণমানুষের মাঝে আশার প্রদীপ জ্বলে উঠেছে। বিএনপির প্রতি সাধারণ জনগণের একটা আস্থা রয়েছে, গ্রুপিং করে মানুষের এই ভালোবাসা ধ্বংস করবেন না। আসুন সকলে মিলে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে অগ্রসর হই। এতে আরো বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ মোক্তার মিয়া ৪নং ওয়ার্ড সদস্য, মোঃ মঈন উদ্দিন ৬নং ওয়ার্ড সদস্য, বিএনপি নেতা মোরশেদ আহমদ, পংকি মিয়া, মকরম মিয়া, যুবদল নেতা আব্দুল হাসিম, মেরাজ মিয়া, আব্দুল হক, খলিল মিয়া, বুলবুল মিয়া, সিদ্দেক আলী, ছাত্রদল নেতা সালাহউদ্দিন ইমরান, আব্দুল মালেক, বিলাল মিয়া, আলকাছ মিয়া ও তানিম আহমদ প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মোঃ ছৈয়দুর রহমান, এতে আরো উপস্থিত ছিলেন জাহেদ, আয়েছ, মজমিল মিয়া, টেকই মিয়া, গিয়াস মিয়া, হারুন মিয়া, সাদেক আলী,লাহিন মিয়া, হান্নান মিয়া, জামাল মিয়া, রেজন মিয়া, বাহার মিয় ও জিয়া উদ্দীন প্রমুখ।