ভোলা প্রতিনিধি :: ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সহযোগিতা অঙ্গসংগঠন পক্ষিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অদ্য (বুধবার) ৫ ফেব্রুয়ারি বিকালে পক্ষিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মোসলেউদ্দিন কাজীর সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ তৈয়বুর রহমান মাতাব্বরের সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির সেলিম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার, পক্ষিয়া ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রুবেল কাজী।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা নূরউদ্দিন হাওলাদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন রাঢ়ি, যুগ্ন আহবায়ক জাকির ফরাজি, যুগ্ম আহ্বায়ক মিজান হাওলাদার, ইউনিয়ন যুবদলের সদস্য হাসান ফরাজী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ৫ ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে, আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রোষানলে পরে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এখনো তাদের দোষররা অশান্তি ও নৈরাজ্য করে যাচ্ছে। তারা এখন এদেশের জনগণের কাছে ফেসবুক লিগ হিসেবে পরিচিত, এই ফেসবুকলীগ আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
এ সময় তারা বলেন, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি আহবায়ক মাফরুজা সুলতান নির্দেশে সকল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সব সময় তৎপর রয়েছি, যদি কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।