ব্যবসায়ীদেরকে প্রশাসনের সতর্ক বার্তা ।
পবিত্র রমজান মাসে বিয়ানীবাজারে পণ্য ক্রয়ে ভোক্তাদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় সেজন্য স্থানীয় চেম্বার অব কমার্স, ব্যবসায়ী নেতা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে সভা করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার। সভা শেষে তিনি পৌরশহরের পণ্যমূল্য তদারকিতে নামেন। এ সময় মাছ বাজার, তরকারি বাজার, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপন্যের দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সতর্ক করেন। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়ার বার্তাও দেন তিনি।
বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার অন্যান্য হাট-বাজার কঠোরভাবে তদারকি করছে প্রশাসন। এ সময় মূল্য নির্ধারনে অনিয়মের বিরুদ্ধে ব্যবসায়ীদের বার্তা দেয়া হচ্ছে। পণ্য ক্রয়ের সাথে সামঞ্জস্য রেখে বিক্রি করতেও বলে দেয়া হয়েছে। বাজার সিন্ডিকেট দূর করতে প্রশাসনের এই তদারকি চলমান থাকবে বলে জানা গেছে।
ইউএনও আয়েশা আক্তার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রনে সর্বোচ্চ নজরদারি করা হবে। এক্ষেত্রে ভোক্তাদের ঠকালে কিংবা অতিরিক্ত দাম রাখলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও ইউএনওকে সহযোগিতা করেন।
এদিকে প্রশাসনের অভিযানের সময় বাজারের পণ্যমূল্য কিছুটা কমলেও পরে তা বেড়ে যায়। ব্যবসায়ীদের এমন চোর-পুলিশ খেলায় ক্রেতারা কিছুটা বিব্রত।