raising sylhet
ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

ব্যবসা করতে হলে আইন মেনে করতে হবে- বাণিজ্য প্রতিমন্ত্রী

rising sylhet
rising sylhet
মার্চ ১১, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- দেশে ব্যবসা করতে হলে আইন মেনে করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার (১১ মার্চ) রাজধানীর শান্তিনগর বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত বাজারে একটা শৃঙ্খলা আনতে চায় সরকার। তাই সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে।

রশিদ ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোন পণ্যের দাম কত হওয়া উচিত, তা নিশ্চিত করতে হবে। তেলের শুল্ক কমানো হলেও বাজারে তা বাস্তবায়নে ঘাটতি আছে। এর ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। যেসব মিল ১৬৩ টাকায় সয়াবিন তেল বাজারে দেয়নি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আহসানুল ইসলাম টিটু বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। পাইকারি ও খুচরা বিক্রেতাদেরও লাইসেন্স দেয়া হবে। লাইসেন্স বিহীন কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। এ সময় বিকল্প ব্যবস্থা করে মৌসুমি বা এক রাতের ব্যবসায়ীদের আর ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

১৭০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।