হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দিল্লির মহিপালপুর এলাকায় ১১ মার্চ একটি হোটেলে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী ওই নারী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ওই প্রেক্ষিতে কৈলাসসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ৬ মার্চ ভারতের কর্নাটকের কোপ্পালে হাম্পির কাছে এক ইসরায়ালি পর্যটক ও স্থানীয় এক হোমস্টের মালিককে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ রাজধানীতেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটলো।
পুলিশ জানায়, ওই নারী ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। এরপর ইনস্টাগ্রামে কৈলাসের সঙ্গে তার বন্ধুত্ব হয়। এই সুবাধে ব্রিটিশ ওই নারীকে দিল্লি আসতে বলেন কৈলাস। কথামত ১১ মার্চ দিল্লিতে এসে মহিপালপুর এলাকায় এক হোটেলে ওঠে কৈলাসকে আসতে বলেন ওই নারী। পরে কৈলাস তার বন্ধুকে নিয়ে ওই হোটেলে যান এবং রাতে ব্রিটিশ নারীকে ধর্ষণ করে।