ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভবঘুরেকে হ ত্যা কা ণ্ডে র ঘটনায় সবুজ হোসেন নামে এক যুবককে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১০, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মহাশ্মশানে চুরি ও তরুণ দাস (৫৬) নামের এক ভবঘুরেকে হত্যাকাণ্ডের ঘটনায় সবুজ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘সবুজ হোসেনসহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গেলে সেখানে উপস্থিত তরুণ চন্দ্র দাস তাদের দেখে ফেলেন। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান থেকে তরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এ ঘটনায় নিহত তরুণ দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সবুজ এবং জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় নাটোরের বড়হরিশপুরে কেন্দ্রীয় মহাশ্মশানে সাংবাদিকদের সামনে গ্রেপ্তার যুবককে উপস্থিত করে পুলিশ।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ হোসেন নাটোর শহরের বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।

৫৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।