
প্রায়ই বিতর্কিত কর্মকাণ্ড করে বেড়ান প্রেমিক-প্রেমিকা। এবার ভয়ংকর ঝুকিপূর্ণ কাজ করেছেন এক যুগল। নিরিবিলি স্থান না পেয়ে সরাসরি পণ্যবাহী ট্রেনের নিচে ঘনিষ্ঠ হওয়ার চরম ঝুঁকি নিলেন ভারতের বিহারের এক যুগল। তাদের সেই বেপরোয়া কাণ্ড চলার সময় হঠাৎ ট্রেন চলতে শুরু করলে চরম বিপদের সৃষ্টি হয়। এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। খবর আনন্দবাজারের।
এমন সময় হঠাৎ ট্রেনের তীক্ষ্ণ বাঁশি বেজে ওঠে এবং ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করে। দৃশ্যটির পাশেই থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী আতঙ্কে চিৎকার দিতে থাকেন এবং দ্রুত মোবাইলে সেই দৃশ্য ধারণ করতে শুরু করেন। পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে অনেকটা সিনেমার দৃশ্যের মতোই কোনোমতে ট্র্যাক থেকে লাফিয়ে পড়ে হামাগুড়ি দিয়ে রেললাইন থেকে সরে আসেন ওই প্রেমিক যুগল।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিহারে ঘটা এই দৃশ্যে দেখা যায়—রেললাইনে বসে গভীরভাবে একে অপরকে জড়িয়ে আছেন প্রেমিক-প্রেমিকা। তারা এতটাই প্রেমে মগ্ন ছিলেন যে মাথার ওপর একটি পণ্যবাহী ওয়াগন দাঁড়িয়ে আছে—সেই কথা যেন ভুলেই গিয়েছিলেন।
চরম বিপজ্জনক ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ব্যাপক উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছেন। তারা যুগলটির এমন কাণ্ডকে চরম অসচেতনতা ও জীবন বিপন্ন করার শামিল বলে নিন্দা জানিয়েছেন।