ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভাই বিদেশে ইমিগ্রেশনে বিপদে পড়েছেন উল্লেখ করে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুরমায় একজনের কাছ থেকে প্রতারকরা অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ওই ব্যক্তির প্রবাসী ভাই বিদেশে ইমিগ্রেশনে বিপদে পড়েছেন উল্লেখ করে দুটি বিকাশ নাম্বারে এই টাকা নিয়ে নেয় এক বা একাধিক প্রতারক।

পরে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পুলিশ বলছে- তদন্তকাজ এগুচ্ছে।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার নাজিরবাজারে এ ঘটনা ঘটে।

তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এস.আই ফাইমুর রহমান বলেন- তদন্তকাজ কিছুটা এগিয়েছে। আশা করি অভিযুক্তরা ধরা পড়বে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার আদিত্যপুর গ্রামের সামসাদ মিয়ার ছেলে আজিজুর রহমান যুক্তরাজ্যে থাকেন। তবে সেখানে তিনি আছেন নাগরিত্ব জটিলতায়। বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রবাসী আজিজুর রহমানের ফোন থেকে তার মায়ের ফোনে ক্ষুদেবার্তা আসে এই মর্মে যে- আজিজ যুক্তরাজ্যের ইমিগ্রেশনে আটকা পড়েছেন, বাংলাদেশের ৫০ হাজার টাকা দিলে তিনি ছাড়া পাবেন। তা না হলে আজিজকে সে দেশে জেলে পাঠাতে হবে।

এমন ক্ষুদেবার্তা পেয়ে মায়ের মন ব্যাকুল হয়ে উঠে ও দেশে থাকা ছেলে আমিনুর রহমানকে টাকা পাঠাতে তাগাদা দেন। পরে আমিনুর রহমান নাজিরবাজারে গিয়ে একটি বিকাশের দোকান থেকে প্রতারকের দেওয়া দুটি নাম্বারে ৪৯ হাজার টাকা পাঠান। কিন্তু ঘণ্টাখানেক পর তার প্রবাসী ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ হলে জানতে পারেন- সেখানে তার কোনো সমস্যা হয়নি।

তৎক্ষণাৎ প্রতারণার বিষয়টি তারা বুঝতে পারেন এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

২৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।