ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভাটেরা উচ্চবিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২১, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

কুলাউড়ায় ভাটেরা উচ্চবিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) আন্তঃকুলাউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতী শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সলিম উদ্দিন, উপাধ্যক্ষ যোবায়ের আহমদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক এ,কে,এম মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক এ.কে. এম তাহিরুল হক, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, মো. মুহিবুর রহমানসহ রেডসের নেতৃবৃন্দ।

রেডস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে ও রেডসের সেক্রেটারি নোমান বিন লতিফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জাকির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমানের প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে গুণগত এবং মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

৮৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।