ভাড়া কমিয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে, সেটি সব সময়ের জন্য নয়।
পবিত্র রমজান উপলক্ষে ‘রমাদান অফার’ নামে সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স। এ সেবার আওতায় অভ্যন্তরীণ রুটের পৃথক সাতটি গন্তব্যে বিভিন্ন পরিমাণে ভাড়া কমানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, রমজান উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া তিন হাজার ৬০০ টাকা, চট্টগ্রাম দুই হাজার ৪০০ টাকা, বরিশাল দুই হাজার ২০০ টাকা, যশোর দুই হাজার ২০০ টাকা, রাজশাহী দুই হাজার ২০০ টাকা, সিলেট দুই হাজার ২০০ টাকা ও সৈয়দপুর দুই হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই সেবা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৬৭ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।