প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য আঞ্চলিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারূপ করে পারস্পরিক স্বার্থে ভারতের কাছে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়াকে বাংলাদেশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর বলে অভিমত ব্যক্ত করেন এবং এটা পুণঃবিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবী জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন সুপ্রীমকোর্ট এর এডভোকেট, এসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব এডভোকেট।
বিবৃতিতে তিনি মনে করেন, ভারতকে সিলেট ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়ার পূর্বে সিলেট ও চট্টগ্রাম বিভাগের এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধিদের মাধ্যমে দুই অঞ্চলের জনমত গ্রহণ করা একান্তÍ আবশ্যক। প্রধানমন্ত্রী অবশ্যই জ্ঞাত আছেন, ভারতের আসাম রাজ্য হতে রেফারেন্ডাম এর মাধ্যমে তদানীন্তন পূর্ব পাকিস্তানের সহিত সংযুক্ত হতে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক নেতৃত্বের ভূমিকা রয়েছে। সিলেটের মানুষ কখনো ভারতের সহিত যুক্ত হবে না।