শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনির বড় একটি চালান জব্দ করে ।এসময় দুজনকে আটক করে পুলিশ।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- ডিবি’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসবের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৮৪ হাজার টাকা।
আটকরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের তাহির উল্লাহ’র ছেলে মো. আক্তার হোসেন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাও (নয়াবস্তি) গ্রামের মৃত ফজর আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫)। এর মধ্যে আক্তার হোসেন পিকআপ চালক ও অপরজন চোরাকারবারি।
পরবর্তীতে আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।