ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় চিনিসহ দুই যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ

rising sylhet
rising sylhet
মার্চ ৯, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় চিনিসহ দুই যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে দুটি ট্রাক।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সুবিদবাজার চন্দ্রিমা বাসা নং-২৫/এ এলাকায় অভিযানকালে দুটি ট্রাকসহ মোট ৩৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকার ভারতীয় চিনি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৯ মার্চ) ভোররাতে নগরীর সুবিদবাজার চন্দ্রিমা বাসা নং-২৫/এ এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদরের পিটিআই চরজোতপ্রতাপ এলাকার মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ নাসিরুল ইসলাম (২২) ও চাঁপাইনবাবগঞ্জ সদরের কল্যানপুর বাগানপাড়া কল্যানপুর এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রনি (২৩)।

১৬৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।