প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় হাঁপানিয়া বইমেলা প্রাঙ্গণে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা একাডেমির সাহিত্য আড্ডা ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ ২৬ মার্চ ২০২৩ রবিবার প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আতরতলায় হাঁপানিয়া বইমেলার অনুষ্ঠানের শেষ হয়েছে। এই হাঁপানিয়া বইমেলার অনুষ্ঠানটি শুরু হয়েছে গত ২৪ মার্চ ২০২৩ । তিনদিন ব্যাপী এই ৪১তম আগরতলা হাঁপানিয়া বইমেলা প্রাঙ্গণে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা একাডেমি”র উদ্যোগে একটি সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার ত্রিপুরা সেন্ট্রাল লাইব্রেরীর সিনিয়র লাইব্রেরিয়ান গ্রন্থাগার সাহিত্য প্রাঙ্গণ এর প্রতিষ্ঠাতা সম্পাদক মনোরঞ্জন দেববর্মা ও বিশিষ্ট কবি সাহিত্যিক মধুসূদন দেববর্মা, আন্তর্জাতিক কৃপা সাহিত্য পরিষদের কর্ণধার কৃপা মোহন চাকমা। এছাড়া এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা একাডেমীর কার্যনির্বাহী প্রধান-পৃষ্ঠপোষক সুশীল চন্দ্র গোপ, কার্যনির্বাহী প্রধান উপদেষ্টা অরুণ চাকমা । এছাড়াও এই সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অমিতা শিব দেবনাথ, স্বপ্না গোপ, মনীষা চক্রবর্তী, নবেল চাকমা ও পালক পাবলিশার্স এর প্রতিপ মণ্ডল (যার হাত ধরে ফটো গুলো ক্যামেরা বন্দি হয়) ।
এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় “পালক পাবলিশার্স” এর সহায়তায় । এই দিন কার্যনির্বাহী প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা অতিথিবৃন্দ সাহিত্য আলোচনার সাথে আগামী দিনে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা একাডেমী ত্রিপুরা রাজ্যে শাখা কার্যালয় প্রতিষ্ঠা করবার ঘোষণা দেন। উপস্থিত অতিথিবৃন্দ বলেন “তাঁদের চেষ্টা থাকবে ত্রিপুরা রাজ্যে বাংলা সাহিত্য চর্চার একটি বৃহৎ প্রসার এই সংগঠনের দ্বারা সংগঠিত যাতে হয় সেই ব্যাপারে সহায়তা করা।” এই দিন দুটি বাংলা ভাষায় প্রকাশিত দু’টি লিটল ম্যাগাজিনকে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা একাডেমী”তে অধিভুক্ত করা হয়।
আমাদের প্রিয় পালক পাবলিশার্স ও বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা একাদেমীর সকল সদস্যের প্রতি অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনাসহ অভিনন্দন জানিয়েছেন।