ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভা র তে র দাদাগিরি পছন্দ করে না দেশের মানুষ-রিপন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৫, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভাইস চেয়ারম‌্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন,দেশের মানুষ আর ভারতের দাদাগিরি পছন্দ করে না ।

বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে। এটা যেমন মেনে নিতে হবে, তেমনি দেশের মানুষ আর ভারতের দাদাগিরি পছন্দ করে না, এটাও মেনে নিতে হবে। ভারতকে আমরা সৎ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সুতরাং তাদের সেই ধরনের আচরণ করতে হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির রাজবাড়ী জেলার কাউন্সিলের প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমানের নের্তৃত্বে সবাইকে ঐক‌্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে পাহারার ভূমিকায় থাকতে হবে। কারণ এ নির্বাচন মোটেই সহজ হবে না। ফ‌্যাস্টিট পালালেও এখনও ষড়যন্ত্র চলছে। এখনও তার দোসরা ঘাপটি মেরে বসে আছে।

আসাদুজ্জামান রিপন বলেন, ভারত বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক ও ধর্মান্ধ রাষ্ট্র হিসেবে পরিণত করার চেষ্টা করছে। তারা আমার দেশের সংখ‌্যালঘু নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কেন আমরা তার দেশের সংখ্যালঘু নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারি না।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস‌্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা কৃষকদলের সদস‌্যসচিব একেএম সিরাজুল আলম চৌধুরি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদেলের সদস‌্যসচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বক্তব‌্য রাখেন।

৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।