ভারতের বিপক্ষে তার খেলা হচ্ছে না ।
এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। পরে কন্যা সন্তানের বাবা হন তিনি।
তিনদিনের ছুটিতে আসছেন, এমনটি জানানো হলেও মুশফিক আর শ্রীলঙ্কায় ফিরছেন না। ভারতের বিপক্ষে তার খেলা হচ্ছে না।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ে ফাইনাল খেলার কোনো সম্ভাবনাও নেই। এমন ম্যাচের সময় অসুস্থ স্ত্রীর পাশে থাকতে চেয়েছেন মুশফিক, বিসিবিও সেটি মঞ্জুর করেছে।
১৯৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।