ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষে খেলা হচ্ছে কী সাকিবের- যা জানালো বিসিবি

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৬, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- নিউজিল্যান্ডের বিপক্ষে হারের দিন বড় দুশ্চিন্তা ভর করে বাংলাদেশ শিবিরে। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। টিভি স্ক্রিনে দেখেই বোঝা যাচ্ছিল, খানিকটা অস্বস্তিতে ভুগছেন। ম্যাচ শেষে তাই তাকে নেয়া হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায় ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে পড়েন সাকিব।

নিউজিল্যান্ড ম্যাচের পর চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচে সাকিবের খেলা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সোমবার (১৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সুজন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের ইনজুরি ইস্যুতে তিনি বলেন, ‘মাঠে না গেলে বলা কঠিন। হাঁটা এবং দৌড়ানোর মধ্যে পার্থক্য রয়েছে। শেষ ম্যাচে রান নিতে গিয়েই ব্যাথা পেয়েছিল। সাকিব চাচ্ছে খেলতে। কিন্তু সেটা নির্ভর করছে সাকিবের ফিটনেসের উপর, শতভাগ ফিট কী না সেটির ওপর।’

তিনি আরও বলেন, ‘এখনও বিশ্বকাপের ছয়টি ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলেই সাকিব ছিটকে পড়ুক। ডাক্তার, ফিজিওদের ব্যাপারও এখানে রয়েছে। সাকিবও তার ব্যাপারটা বুঝবে। আমরা চাই না যে সাকিব ভারতের বিপক্ষে খেলে লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। যদিও ফিজিও, চিকিৎসকরা অনুমতি দেয় তাহলে অবশ্যই খেলবে। আর যদি সাকিবকে ছাড়া আমাদের খেলতে হয় তাহলে আমরা সেটিই করবো।’

২০৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।