raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ শরিফুল ইসলাম

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১২, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- ভারতের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ শরিফুল ইসলাম। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দল ঘোষণা করা হয়। ঘোষিত দলে একমাত্র নতুন মুখ জাকের আলী অনিক। দল থেকে বাদ পড়েছেন বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। দলের বাকি ১৫ সদস্যই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী দলে ছিলেন।

শরিফুলের মতো পেসার ভারতের বিপক্ষে স্কোয়াডে না থাকায় অনেকের মনে প্রশ্ন জেগেছে। তবে তার বাদ পড়ার মূল কারণ ইনজুরি। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বোলিংয়ের সময়ই কুঁচকির চোটে পড়েন শরিফুল। যার ফলে পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্টে খেলানো হয়নি তাকে। বাঁহাতি এ পেসারের পরিবর্তেই এবার টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক। দেশের হয়ে এর আগে টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

ভারত সফরকে কেন্দ্র করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতির শুরু থেকেই পুরোদমে বোলিং করছেন শরীফুল। কিন্তু জানা গেছে, ৫ থেকে ১০ ওভার বোলিং করার পর ব্যথা অনুভব করেন তিনি। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। সাধারণত শরিফুলের চোট ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা।

Advertisements

শরিফুল ছাড়াও ভারত সফরে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদসহ চার পেসারকে রাখা হয়েছে।

জানা গেছে, সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারো ২২ গজে ফিরবেন শরিফুল। টি-টোয়েন্টি দলের সঙ্গে আগামী ২ অক্টোবর ভারত যাবেন তিনি। ৬ অক্টোবর ভারতের গোয়ালিয়রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে দু’দল। দিল্লিতে ৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে ১২ অক্টোবর সফরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

৬৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।