রুদ্ধশ্বাস ম্যাচ টাই করে সিরিজ ড্র করলো বাংলাদেশ।সেঞ্চুরির দেখা পেলেন ফারজানা হক পিংকি। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টাইগারদের অসাধারণ পারফরম্যান্সকে ছাপিয়ে গেছে ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরের কাণ্ড।
ম্যাচ আম্পায়ারের আউটের সিদ্ধান্তে রাগে স্টাম্প ভাঙা কিংবা মাঠেই ভারতীয় অধিনায়কের বাজে মন্তব্যে সমালোচনার ঝড় বইছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। শুধু এ দেশেই নয়, ভারতীয়রাও করছেন হারমানপ্রিতের সমালোচনা। ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল তো হারমানপ্রিতের শাস্তিও দাবি করেছেন।
হারমানপ্রিতের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন মদন লাল। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেন, ‘বাংলাদেশ নারী দলের বিপক্ষে হরমনপ্রীতের আচরণ কষ্টদায়ক ছিল। সে খেলার চেয়ে বড় নয়। ভারতের ক্রিকেটের জন্য দুর্নাম বয়ে এনেছে সে। ওর বিরুদ্ধে বিসিসিআইয়ের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত।’
মদন লালের সেই টুইটে ভারতীয় অনেকেই সমর্থন জানিয়ে কমেন্ট করেছেন।
ভারতের নারী দলের হয়ে ১৫৭টি ম্যাচ খেলা আনজুম চোপড়া হারমানপ্রিতকে অসন্তোষ প্রকাশে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, রাগ কমার পর সে বুঝবে- অসন্তুষ্টি প্রকাশে ওর আরো সচেতন হওয়া দরকার। অসন্তোষ প্রকাশে কোনো ক্ষতি নেই। কিন্তু কীভাবে আর কখন করবে, সেটা বুঝতে হবে। কথা বলার সময় শব্দ চয়নে ওর আরো যত্নশীল হতে হবে।’
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের ৩৪তম ওভারে আউট হওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে স্টাম্প ভাঙেন হারমানপ্রিত। আর ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। হারমানপ্রিত বলেন, বাংলাদেশে পরবর্তী কোনো সফরের আগে পক্ষপাতী আম্পায়ারিং হবে কিনা নিশ্চিত করবেন এবং সেই মোতাবেক প্রস্তুতি নেবেন তারা। ট্রফি নিয়ে ফটোশুট করার সময় টাইগ্রেসদের উদ্দেশ্যেও বাজে মন্তব্য করেন হারমানপ্রিত। তিনি বলেন, আম্পায়ারের সঙ্গেও ছবি তোলো তোমরা। তাদের কারণেই তো ম্যাচ ড্র করতে পেরেছো।
অখেলোয়াড়সুলভ আচরণের কারণে অবশ্য শাস্তির মুখে পড়েছেন হারমানপ্রিত কৌর। ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করার সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে তাকে। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আইসিসি।