ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুনসহ আ ট ক তিন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৪, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে তিন জনকে। এসময় রসুন বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের জাকিট হোসেন, বালিছড়া গ্রামের শাখাওয়াত হোসেন কামাল এবং উস্তিঙ্গেরগাও গ্রামের আব্দুল্লাহ আল মোজাহিদ।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া ৬২ বস্তা রসুন জব্দ করা হয়। আটক করা হয় তিন জনকে। উদ্ধার হওয়া রসুনের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২৩ হাজার ২শ’ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

৩৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।