
রাইজিংসিলেট: সিলেট কেন্দ্রীয় কারাগারে অন্তত ২০ বছর সাজা ভোগের পর ভালো আচরণ, শৃঙ্খলা মেনে চলা ও আত্মসংশোধনের প্রমাণ পাওয়ায় মুক্তি পেয়েছেন ৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় তাদের কারামুক্তি দেওয়া হয়।
মঙ্গলবার (১ জুলাই) তারা কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন।
তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা এবং কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। এদের সবাই অন্তত ২০ বছর যাবৎ কারাভোগ করছিলেন।
মুক্তিপ্রাপ্ত বন্দিরা হলেন—
১. বাদশা মিয়া (৫৩)
২. জামাল উদ্দিন (৩৯)
৩. নৌশাদ আলী (৬২)
৪. শ্যামন সিং (৪৭)
৫. শামীম আহমদ (৪৩)
৬. মিন্নাত আলী (৫২)
৭. মুজিবুর রহমান (৬১)
৮. আব্দুল মুক্তাদির (৫১)
কারা সূত্র জানায়, এ ধরনের সিদ্ধান্ত অন্য বন্দিদের মধ্যে সংশোধনের আগ্রহ সৃষ্টি করতে সহায়ক হবে।