• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভালো নেই চিত্রনায়ক শাকিব খান

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩
ভালো নেই চিত্রনায়ক শাকিব খান

রাইজিংসিলেট- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে অবস্থান করছেন ভারতে। সেখানে ‘দরদ’ সিনেমার শুটিংয়ের জন্য গিয়েছেন। কিন্তু সিনেমার কাজে গেলেও এখন ভালো নেই তিনি। জ্বরে আক্রান্ত হয়েছেন এ নায়ক। বুধবার (৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। তিনি লিখেছেন, ‘ ইউনিটের ৭০% কুশীলবদের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল সবার। আমার নিজের ১০২ ডিগ্রি সেলসিয়াস। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।’

এদিকে শাকিব খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ আবার তার ভূয়সী প্রশংসাও করেছেন। কারণ আত্মত্যাগ রয়েছে বলেই অসুস্থতা নিয়ে এভাবে সিনেমার কাজ করছেন বলে অভিমত নেটিজেনদের। ঢালিউড সুপারস্টার এবার প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা নাম লিখিয়েছেন। ‘দরদ’ নামের সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। বর্তমানে ভারতে এর শুটিং চলছে। সেখানে নায়িকা সোনাল চৌহানসহ টিমের অধিকাংশই অসুস্থ হয়ে পড়েছেন। সেখান থেকেই এ খবর জানালেন নির্মাতা।

‘দরদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এসকে মুভিজের প্রযোজনায় এতে আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে। একটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং অন্যটি মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশের অনন্য মামুন এবং ভারতের একজন।

৭৫ বার পড়া হয়েছে।