
রাইজিংসিলেট- কুমিল্লার ভিডিও কেলেঙ্কারিতে ৪ যুবক রিমান্ডে। কুমিল্লার মুরাদনগরে এক নারীর ওপর ঘটে যাওয়া নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দায়ের করা আইনি প্রক্রিয়ায় চার যুবককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।
ঘটনার তদন্তে জানা গেছে, গত ২৬ জুন রাতে ওই নারী নির্যাতনের শিকার হন। অভিযুক্তদের মধ্যে একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পুলিশ পাহারায়। অন্য তিনজন—রমজান আলী, মো. অনিক ও মো. আরিফ—পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।