ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

ভিসা জটিলতায় দলে যোগ দিতে দেরি তিন ক্রিকেটারের

rising sylhet
rising sylhet
নভেম্বর ১২, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ ‘এ’ দল আজ (বুধবার) সকালে কাতারের উদ্দেশে দেশ ছেড়েছে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। তবে ভিসা জটিলতার কারণে দলের তিন ক্রিকেটার—ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন ও মৃত্যুঞ্জয় চৌধুরী—সঙ্গে যেতে পারেননি। ধারণা করা হচ্ছে, তারা আগামীকাল দলে যোগ দেবেন।

আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ, যা ইমার্জিং এশিয়া কাপের নতুন সংস্করণ হিসেবে ২০২৪ সাল থেকে ‘লিস্ট এ’ মর্যাদা পেয়েছে।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং; আর ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ পাঁচটি দেশের ‘এ’ দল অংশ নিচ্ছে, তবে আমিরাত, ওমান ও হংকং নিজেদের জাতীয় দল নিয়েই মাঠে নামবে। দুটি সেমিফাইনাল হবে ২১ নভেম্বর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর।

বাংলাদেশ ‘এ’ দলের সদস্যরা

জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।