ভূমি মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার নাম, ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি হ্যাকড নম্বর থেকে ফোন করে বিভ্রান্তিকর ও প্রলোভনমূলক প্রস্তাব দেওয়া হচ্ছে।
এই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত কর্মকর্তা বর্তমানে সরকারি কাজে দেশের বাইরে রয়েছেন। কেউ যদি তার নাম বা নম্বর ব্যবহার করে ফোন পান, তাহলে সেটি বিভ্রান্তিমূলক হতে পারে।
সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এমন কোনো ফোন বা অনুরোধ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে অনুরোধ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।