ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভূমি উপদেষ্টা আরিফের মৃ ত্যু সংবাদ ল্যাবএইড হাসপাতালে ছুটে গেছেন প্রধান উপদেষ্টা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২০, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

দেশের মাটিতে পা রাখতেই বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যু সংবাদ পৌঁছাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কানে। ফলে বাসভবনে না ফিরে সোজা ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে গেছেন শোকসন্তপ্ত সরকারপ্রধান।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার (হাসান আরিফ) আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্র্বতী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

দেশের একজন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপালনসহ বর্ণাঢ্য কর্মজীবনে কয়েক দশকব্যাপী জনসেবার জন্য হাসান আরিফকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে ড. ইউনূস বলেন, হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং তার আইনি সক্রিয়তা এবং ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর এবং আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া তথ্যমতে, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দুবাই থেকে বিমানে ঢাকায় অবতরণের সঙ্গে সঙ্গে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা। খবর পেয়ে অন্তর্র্বতী সরকারের এই উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

৬৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।