ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় কোস্টগার্ডের অ ভি যা ন হাতবোমাসহ ৬ জনকে আটক

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৯, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় কোস্টগার্ডের অভিযান হাতবোমাসহ ৬ জনকে আটক ।

ভোলায় ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান হাতবোমাসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

রবিবার (২৯ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সকাল ১১ টায় ভোলা কোস্টগার্ড স্টাফ অফিসার অপারেশান্স লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহামেদ প্রেস ব্রিফ্রিংয়ে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোররাতে কোস্টগার্ড সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯ টি হাতবোমা, ১০ টি দেশীয় অস্ত্র এবং ২০ গ্রাম গাঁজাসহ মফিজুল হক মজু , শাকিল , মোবারক , ইব্রাহিম , মামুন ও সিকান্দারকে আটক করা হয়।

সদর উপজেলার বিভিন্ন চর এলাকার জনগণের উপর দুর্র্ধষ সন্ত্রাসী মফিজুল হক মজুর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

৮৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।