মোঃ হোসেন, ভোলা প্রতিনিধি ভোলায় পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ০১ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
১১ নভেম্বর (শনিবার) বিকাল ১৭: ১৫ ঘটিকার সময় এস আই (নিঃ) গোলাম মোস্তফা, সংগীয় এ এস আই মোঃ আহসান কবির, কং/৫৮৭ বশির, কং/ ৭৭৪ মোঃ জসিম উদ্দীন, কং/১১২৪ মাসুদ, কং/৭৬৬ মেজবাহ সহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের পল্টনের উপর থেকে ১ (এক) কেজি গাঁজাসহ মো: ফোরকান (১৮) নামের এক ব্যক্তি আটক করছে পুলিশ। আসামীর সাং-ছোট মানিকা, ৪ নং ওয়ার্ড, ইউনিয়ন কুতবা, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে ধৃত করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভোলা থানা পুলিশ।