ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বি ক্ষো ভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা

rising sylhet
rising sylhet
আগস্ট ১, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ভোলার গজনবী স্টেডিয়াম সড়ক থেকে মুখে লাল কাপড় বেঁধে একটি মিছিল বের করে পুরো শহর ঘুরে ভোলা-লক্ষ্মীপুর, বরিশাল সড়কের ভোলা অংশের ইলিশা স্টান্ড ট্র্যাফিক চত্বরে গিয়ে অবস্থান করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী এনিসহ অন্যরা বলেন, আমাদের নয় দফা দাবি মানেনি, আমরা কোটা চাই না, আমাদের ভাইদের ফিরিয়ে দেওয়া হোক, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। দাবি মেনে না নিলে, ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ আমরা ছাড়ব না।

এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক পুলিশি নিরাপত্তা থাকায় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।সেখানে সংক্ষিপ্ত বক্তবে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে, কোনো সহিংসতা নেই। পরিস্থিতি এখন শান্ত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।