মোঃ হোসেন, ভোলা প্রতিনিধি।ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ বাপ্তা বাসস্ট্যান্ড (সিন্ডিকেট) এর জনৈক শরীফের হোটেলের সামনে হইতে ০৪(চার) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সদর মডেল থানার একটি চৌকস টিম।
১২ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ৬ ঘটিকার সময় এসআই (নিঃ) গোপাল কুন্ডু, সঙ্গীয় এস আই (নিঃ) মোঃ মেরাজ উদ্দিন, সঙ্গীয় ফোর্স কনস্টেবল /১০৫১ সুমন, কং/ ১০৬০ শ্রী শান্ত চন্দ্র দে রহমান সর্ব কর্মস্থলঃ ভোলা সদর মডেল থানা, ভোলা সহ ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০১ নং ওয়ার্ডস্থ বাপ্তা বাসস্ট্যান্ড (সিন্ডিকেট) এর জনৈক শরীফের হোটেলের সামনে থেকে ০৪(চার) কেজি গাজাসহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ।
আসামীর হচ্ছে মোঃ মফিজ আলম (৩৫), সাং- এওয়াজপুর, ওয়ার্ড নং-০৮, হালাদার বাড়ী, লেতড়া বাজার, উপজেলা, থানা- শশীভূষণ, জেলা -ভোলা, বাংলাদেশ। বর্তমান সাং-কোর্ট স্টেশন, ওয়ার্ড নং- ০৬, রাজাপুর কাজী বাড়ী, থানা-মাইজদি, জেলা -নোয়াখালীকে ধৃত করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১১৫ বার পড়া হয়েছে।