মোঃ হোসেন, ভোলা প্রতিনিধি- ভোলায় ৯ জন শিক্ষার্থীর হাতে “বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির” চেক তুলে দিলেন জেলা প্রশাসক। অদ্য ২১ শে নভেম্বর, মঙ্গলবার ভোলা জেলার ০৯ জন স্কুল ও কলেজ পর্যায়ের খেলোয়াড়ের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত “বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির” চেক হস্তান্তর করেন ভোলা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।
স্কুল পর্যায়ের ০৬ জন খেলোয়াড়ের মাঝে প্রত্যেককে বাৎসরিক ১২ হাজার টাকা ও কলেজ পর্যায়ের ০৩ জন খেলোয়াড়ের প্রত্যেককে ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, সহ সরকারি কর্মকর্তা বৃন্দ।
৩৭৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।