ভোলা প্রতিনিধি::২০২৪ সালের এস এস সির বৃত্তির ফলাফলে চমকপ্রদ সাফল্য অর্জন করেছেন ভোলার চরফ্যাশন সরকারি টি, ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী। অদ্য ১৩ আগস্ট সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এস এস সির বৃত্তির প্রকাশিত ফলাফলের প্রাপ্ত তথ্য থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০২৪ সালের এস এস সি পরীক্ষায় চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে জিপিএ-৫ পান ১০২ শিক্ষার্থী। বাকিরা এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হন। পাসের হার -১০০%। এবার এস এস সির সেসব শিক্ষার্থীদের মধ্যে ৪১ জন শিক্ষার্থী বৃত্তিও পেয়েছেন।
এ ব্যাপারে চরফ্যাশন সরকারী টি, ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহাম্মেদ গণমাধ্যমকে বলেন, আমরা সব সময়ই শিক্ষার্থীদের প্রকৃত মেধাবী হিসেবে গড়ে তুলতে নিখুঁতভাবে পাঠদান করে থাকি। আমাদের লক্ষ্য সুশিক্ষিত এবং মেধাবী একটি প্রজন্ম গড়া। আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।