raising sylhet
ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলার দক্ষিণ কোস্টগার্ডের অভিযানে ২ জলদস্যু আটক

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি::ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বঙ্গের চর এলাকা থেকে দুই জলদস্যুকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন। অদ্য ২ সেপ্টেম্বর (সোমবার) ভোরে তাদেরকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বি সি জি বেইসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত দুই জলদস্যু হলেন,সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনিষা গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ইকবাল হোসেন (২৬) ও ধনিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে আলী আজগর ওরফে বাহাদুর (৪২)।
সালাউদ্দিন রশীদ তানভীর গণমাধ্যমকে জানান, আটককৃত দুই জলদস্যু মেঘনা নদীতে বেশ কয়েক বছর ধরে জেলেদেরকে জিম্মি করে ডাকাতি করে আসছে।

এরপর থেকে গোপন তথ্যের মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে তাদেরকে বঙ্গের চর এলাকা থেকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে পাওয়া যায় তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গোলাবারুদ, নগদ এক লাখ ১৫ হাজার ৭৫ টাকাসহ বেশকিছু ধারালো অস্ত্র।

২৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।