raising sylhet
ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলার শ্রেষ্ঠ সন্তান, বীর শহীদ শাকিলের জানাজা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে

rising sylhet
rising sylhet
আগস্ট ৯, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিল এর জায়নামাজ শেষে শ্রদ্ধাঞ্জলি জানান ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখা। নিহত শাকিলের জায়নামাজ অনুষ্ঠিত হয়েছে ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। ৮ আগষ্ট (বৃহস্পতিবার) রাত ১০ ঘটিকার সময় জুলফিকার আহমেদ শাকিলের জায় নামাজে শহরের সর্বস্তরের নাগরিক এবং সকল পেশাজীবির মানুষ তার জায় নামাজে অংশগ্রহণ করেন।

নিহত শাকিল গত ৪ আগস্ট মিরপুরে ১০-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালন কালে মিরপুর ১০-এ ছাত্রলীগ- যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি ছিলেন জুলফিকার আহমেদ শাকিল। গতকাল ৭ আগস্ট বুধবার বেলা সাড়ে তিনটার দিকে জুলফিকার আহমেদ শাকিল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রয়াত জুলফিকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরপুরের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন ‘আমাদের পাঠশালা’র সাবেক শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তার নিজ বাড়ি ভোলার ধনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এবং মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে। শাকিলকে তার নানা বাড়ি ভেলুমিয়াতে রাত ১২টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেছে।

ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম ২৪ এর বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের ভোলার প্রধান সমন্বয়ক ইস্রাফিল হোসাইন জাবির, ভোলা জেলার সাবেক কোটা সংস্কার আন্দোলন ২০১৮ এর সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মিশুক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য বলেন, “শহীদ শাকিল যে চেতনা ধরন করে রাজপথে জীবন দিয়েছেন। সেই চেতনার রাষ্ট্র কায়েম করতে আমরা বদ্ধ পরিকর। কয়েক শতাধিক লাশের বিনিময়ে পাওয়া এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে। আর কাউকে স্বৈরচারি শাসন, দখল, লুটপাটের সুযোগ দেয়া হবে না। ছাত্ররা সর্বদা রাজপথে থেকে সমতার রাষ্ট্র কায়েমে কাজ করে যাবেন।”

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সাবেক কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মিশুক ও বর্তমান বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সভাপতি নেওয়াজ শরীফ সহ ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা।

৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।