উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় এক দূদর্শ গাঁজা বিক্রেতা মৃত আব্দুল হামেদ বেপারীর ছেলে মোঃ হাসান বেপারী (৩০) ১৫- মার্চ বিকেল ৪ টায় হারতা ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের জনসাধারণের হাতে. ৪০ (চল্লিশ)গ্রাম গাঁজা সহ হাতেনাতে বন্দি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাঁজা বিক্রেতা হাসান বেপারী তিনি এলাকায় ভ্যান চালক হিসেবে সকলের পরিচিত মাদক ব্যবসায়ীদের সহায়তা ও নিজে মাদক দ্রব্য ক্রয় ও বিক্রয় করে থাকে। মাদক ব্যবসায়ি হাসান বেপারী মূলত এর পূর্বে ঢাকায় বসবাস করত।বর্তমানে শ্বশুর বাড়িে আশ্রয় থেকে ভ্যান চালিয়ে গোপনে মাদক দ্রব্য ক্রয় ও বিক্রয় করে।এমন কি তিনি মাদকের সম্রাট দের সাথে ব্যবসায় জড়িত রয়েছে। এলাকা বাসি এই মাদক বিক্রেতার কাছে অতিষ্ঠ হয়ে
পড়েছে। মোঃ হাসান বেপারীর শ্বশুর বাড়ি লোকজন আত্মীয় স্বজন স্থানীয় ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু বিজয় দাস,মহিলা ইউপি সদস্য সবিতা রানী হাওলাদার এর স্বামী বাবু দুলাল মল্লিক, আত্নীয় মোঃ সুজন হাওলাদার এর সহায়তা স্থানীয় হারতা পুলিশ ক্যাম্পে সোপার্দ করেন।পরে তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এই দূদর্শ মাদক ব্যবসায়ি মোঃ হাসান বেপারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের উধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা
করেন এলাকার সাধারণ জনগন।