গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার বক্তারপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় বক্তারপুর বাজারের ব্যবসায়ী স্থানীয় আবু তাহেরের পুত্র বাদল মিয়া, হাকিম উদ্দিন আকন্দের পুত্র আহসান উল্লাহ্ আকন্দ ও বাছির উদ্দিনের পুত্র নাছির উদ্দিন প্রত্যেককে এক হাজার টাকা করে তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করা হয়,পরবর্তী সময়ে ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর বাজার গুলো ও নিয়মিত মনিটরিং করা হবে।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
২৭ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।