বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সিলেট বিভাগ বিএনপি আয়োজিত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবারের র্যালি ও সমাবেশ সফলের আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিশ্ব গণতন্ত্র দিবসে সিলেটের গণতন্ত্র দিবসের র্যালি ও সমাবেশ অত্যন্ত গুরুতপূর্ণ। সিলেটবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র দিবসের র্যালি ও সমাবেশ সফল করবে। সিলেট মহানগর বিএনপির আর্ন্তগত ৪২টি ওয়ার্ডসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দুপুর ২টার মধ্যে আলীয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে সেখান থেকে সমাবেশ শেষে শুরু হওয়া র্যালিতে অংশগ্রহণের জন্য আহবান জানান নেতৃবৃন্দ।
২২ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।