• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মদসহ গ্রেপ্তারে শাবির দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২৩
মদসহ গ্রেপ্তারে শাবির দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার

রাইজিংসিলেট- মদসহ গ্রেপ্তারে শাবির দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার। মদসহ পুলিশ গ্রেপ্তার করার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব।  ঘটনা তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের  অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে  আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বহিষ্কৃতরা গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মদসহ সিলেট  কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এতে মাদক আইনে মামলা করে পুলিশ৷ এরপর শুক্রবার দুপুরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

২৯ বার পড়া হয়েছে।