সিলেট মহানগরের মদিনা মার্কেট এলাকায় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানাধীন মদিনা মার্কেট এলাকার একটি বাসার ফ্যানের রডের সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতানে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
মারা যাওয়া সাগর বেপারী (২৬) মাদারীপুর জেলার রাজই থানার দক্ষিণ বিদ্যানন্দি গ্রামের আলামীর বেপারীর ছেলে। তিনি মদিনা মার্কেট এলাকার আল মক্কা তামান্না হাউসে একাই বসবাস করতেন। সাগর পেশায় কাপড় ব্যবসায়ী।