সিলেট নগরীর ৯ নং ওয়ার্ডের এতিমস্কুল রোডস্থ ৫/৬,আফতারা প্যালেসে (আল্লাহর দান)মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্ট এর পক্ষ থেকে ৩০ মার্চ বৃহস্পতিবার বাগবাড়ী,কাজলশাহ এলাকার ২৭৫টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ক্কারী ফারুক আহমদ,পরিচালনা করেন,সুমনুর রশিদ
এসময় উপস্থিত ছিলেন মরহুমা হাজী আফতারা বিবি ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সোনা রাজা চৌধুরী,আয়না রাজা চৌধুরী,৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান, মঈনুল হক চৌধুরী,কাজী রকিবুর রহমান, রফিকুল ইসলাম খোকন, মোঃ কামরুজ্জামান দিপু, বাবুল আহমদ বাবলা, আব্দুল মুকিত রাজন, নাজমুল ইসলাম, ফখর উদ্দিন সহ প্রমুখ
উল্লেখ্য মরহুমা হাজী আফতারা বিবি ট্রাষ্ট দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাগবাড়ি শিশু সদন রোড, বাগবাড়ী নরশিংটিলা ও পশ্চিম কাজলশাহ এলাকার অসহায় মানুষদের কে বিভিন্ন ভাবে সাহায্যে সহায়তা প্রদান করে থাকেন।