রাইজিংসিলেট- সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটায় সদর উপজেলার সীমান্ত বর্তী গড়িনাবাড়ী ইউনিয়নের গাঞ্জাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামের মসজিদের ভেতরে ঢুকে নামাজে সেজদারত ফয়জুল হক (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধের ছোট ভাই উসমান গণি পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি জানান, তার ভাইকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা করে। ভুক্তভোগীর চিৎকার শুনে তারা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী, মসজিদের মুসল্লি ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, স্থানীয় ওই বৃদ্ধ নিয়মিত মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন এবং ফজরের নামাজ শেষ করে বাড়ি ফিরেন। প্রতিদিনের মত সোমবার রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে যান মসজিদে। পরে নামাজে সিজদারত থাকা অবস্থায় পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে মাথায় এবং হাতে কুপিয়ে জখম করে। এ সময় ফয়জুলের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় পরিবারের সদস্যরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।