মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মেয়র বিশেষ ভাবে কাজ করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
মঙ্গলবার ( ৭ নভেম্বর) বিকেলে নগরভবন প্রাঙ্গনে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব হস্তান্তর ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামানের মেধা ও অভিজ্ঞতায় সিলেট সিটি করপোরেশনের মানুষের সব সমস্যা দূর হবে। মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মেয়র বিশেষ ভাবে কাজ করবেন বলে মনে করেন তিনি।
মন্ত্রী বলেন, সবার সহযোগীতায় সিসিক একটি সফল সিটি করপোরেশন পরিণত হবে।
এসময় তিনি বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসান, সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াস শরীফসহ আরও অনেকে।
এর আগে মঙ্গলবার বিকালে নগরভবনের মেয়র কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন।
দায়িত্ব হস্তান্তর শেষে আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং মহানগরীর উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
আর নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মহানগরীর উন্নয়নে তার পরামর্শ ও সহযোগীতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
দায়িত্ব নেওয়ার আগে হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।