মহানগর এলাকায় বাতাসের মান ভালো পর্যায়ে আছে । সোমবার ( ২৬ মে) দুপুর ২টার দিকে পরিবেশ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
তারা জানায়, দুপুর ২টা ৫মিনিটে শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩১।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সিলেটে ‘CAMS – Sylhet’ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে একই মাত্রার বায়ুমান রেকর্ড করা হয়েছে।
PM2.5 কণাগুলো ছোট এবং চোখে দেখা যায় না, তবে তা ফুসফুস আক্রমন করে এবং শ্বাসতন্ত্রের নানা জটিলতার জন্য দায়ী।
এ পর্যায়ের মানকে বিশেষজ্ঞরা ‘ভালো’ শ্রেণিভুক্ত করেছেন যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত।
তবে বায়ুদূষণের প্রধান উপাদান হিসেবে সোমবারও অতি সূক্ষ্ম ধুলিকণার PM2.5 উপস্থিতি সহনীয় পর্যায়ে ছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।