ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২৭৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার-গ্রেফতার দুজন

rising sylhet
rising sylhet
মার্চ ২৩, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

আজ শনিবার (২৩ মার্চ) ভোরে সিলেট তামাবিল বাইপাস রাস্তায় মুরাদপুর এলাকায় সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে ২৭৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ১ হাজার ২৮০ টাকা। অভিযানে একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

এসময় গ্রেফতার হয়েছেন দুজন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নগরীর শাহপরাণ (রহ:) থানাধীন সিলেট-তামাবিল বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনির বস্তাসহ দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার কেশবপুর গ্রামের নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৯) ও একই উপজেলার যশরাই গ্রামের নজরুল ইসলামের ছেলে মো: নাজমুল হোসেন (২৫)।

১৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।