ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মহানগর যুবদলের আওতাধীন ১৪, ১৫, ১৬ ও ১৯নং ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভা

rising sylhet
rising sylhet
মে ২২, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৭ মে (মঙ্গলবার) ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে (বুধবার) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর এবং কুমিল্লা বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় সিলেট মহানগর যুবদলের আওতাধীন ১৪, ১৫, ১৬ ও ১৯নং ওয়ার্ড যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নগরীর ১৯নং ওয়ার্ডের একটি অভিজাত রেস্টুরেস্টের কনফারেন্স হলে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
১৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ও সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি জুয়েল আহমদ জুবেদের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আহমেদ শিপন এবং ইকবাল আহমদ মাছুমের যৌথ পরিচলনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে আমরা তারুণ্যের শক্তি ও প্রত্যয়কে সারাদেশে জানান দিতে চাই। এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সহ সভাপতি হাবিবুর রহমান রুমেল, মহানগর যুবদলের সহ সভাপতি প্রাণেশ দেব, সোহেল মাহমুদ, মো. মঈনুল ইসলাম, মালেক বক্স, মুমিনুর রহমান তানিম, যুগ্ম সাধারন সম্পাদক জামিল আহমদ, শহীদুজ্জামান সুমন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক আফজল খান পাপলু, সিমুল আহমদ, শরীফ আহমদ, পফুরোখ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য, সমাজ কল্যাণ সম্পাদক বাবর উদ্দিন বাবলা, সহ শিল্প সম্পাদক নান্নু আহমদ, মতিউর রহমান মতি, ১৬নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলাল আহমদ, ১৫নং ওয়ার্ডের জাহেদ আহমদ রপু, সাগর মিয়া, সাব্বির আহমদ, জাবেদ খান, দেলোয়ার আহমদ, নাছির আহমদ, সুহেল আহমদ, আরমান আহমদ, বাপন আহমদ, বিপুল কর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুক আহমদ, বাদল আহমদ, আখমল হোসেন, তোফায়েল, দেবর রায়, লিটন আহমদ, আরিফ আহমদ, মুক্তার আহমদ, আরিফ আহমদ, মিনার আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।