raising sylhet
ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবস বরণ উপলক্ষে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস বরণ উপলক্ষে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত।

মহান বিজয়ের মাস বরণ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় জিন্দাবাজারস্থ কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

Advertisements

এর আগে সিলেটের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয়ের মাস বরণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আনন্দ শোভযাত্রাতে অংশগ্রহণ করেন বীরমুক্তিযোদ্ধা সহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর তাই বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে জনননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে।
সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মনোজ কপালী মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ, অঞ্জুন দত্ত, সন্তান কমান্ডের পারভেজ আহমদ প্রমুখ।

১৫৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।