মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় সিলেট ওসমানী জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওসমানী জাদুঘরের উদ্যোগে এই আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
বিশেষে অতিথির বক্তব্য রাখেন ঢাকা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. রফিকুল হক, সিলেট রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের শিক্ষক মো. আব্দুল মালিক প্রমুখ।
এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও অভিভাবকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি