সিলেট তথা বাংলাদেশের এক কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সহ ধর্মিনী, দৈনিক সিলেটের ডাক-এর প্রয়াত সম্পাদক, সিলেটের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক, ফটো সাংবাদিক আব্দুল খালিক এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারী খায়রুল ইসলাম সেলিম, বিশিষ্ট মুরব্বি তবারক আলী, রাসাইদ আলী, সাহাব উদ্দিন, সফর উদ্দিন, শুক্কুর আলী, অস্তর আলী, খলিল মিয়া, শাহজাহান মিয়া, দুলাল মিয়া, মুহিন আহমদ এলো, মোয়াজ্জিন হাফিজ সামি আহমদ, হাফিজ ফরহাদ আহমদ, যুব সমাজের মধ্যে কুদরত আহমদ, জুনেদ আহমদ, সুহেদ আহমদ, হাসান আহমদ, ফরহাদ আহমদ, হাফিজ রাব্বী, সায়মন আহমদ, তারেক আহমদ, জুমন আহমদ, সামি আহমদ, জুয়েল আহমদ, জাহিন আহমদ, রাতুল আহমদ, সায়েম আহমদ মাহিন, রায়হান আহমদ শাফি, ফারহান আহমদ রাফি, মাশরাফি আহমদ সিয়াম প্রমুখ ছাড়াও স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দৈনিক সিলেটের ডাক-এর প্রয়াত সম্পাদক, মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এবং বিশিষ্ট শিল্পপতি ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারি আজাদুর রহমান আজাদী।