সিলেটের জৈন্তাপুর উপজেলার মাওলানা আব্দুল লতিফ জুলেখা গালর্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেবী নাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমানা ইয়াসিমন, শরিফ উদ্দিন, ইউপি সদস্যা মিনু রানী দেবী, সদস্য এবাদ উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বজলুর রশিদ শামীম, শিক্ষানুরাগী সদস্য আয়াত উল্লাহ, শিক্ষক মিলন কান্তি তালুকদার, জহির উদ্দিন বাবর।
পরে স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।